ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে হুমায়ুন কবীর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট মোড়ে ঘটনাটি ঘটে।
নিহত হুমায়ুন ধোপাঘাট গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ধোপাঘাট গ্রামের হুমায়ুনের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী রাওনা গ্রামের নয়নের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ব্যাপারে থানায় মামলাও রয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাওনা ইউনিয়নের ধোপাঘাট মোড় দিয়ে হুমায়ুন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নয়ন ও তার ভাই মিলে হুমায়ুনের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, অভিযুক্ত নয়ন ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।