গুগল স্ট্রিট ভিউয়ে নতুন ক্যামেরা সংযোজন


ইন্টারনেট ব্যবহারকারীর অবস্থানের উপর ভিত্তি করে রাস্তার প্যারানোমিক ভিউ প্রদানের গুগলের প্রযুক্তি “গুগল স্ট্রিট ভিউ” ইতিমধ্যে ১৫ বছর পার করেছে।

এই দীর্ঘ সময়ে তারা স্ট্রিট ভিউ প্রযুক্তিতে বিভিন্ন রকম সংযোজন এনেছে।

গুগল বলছে, পৃথিবীতে কিছু জায়গায় নেভিগেট ক্যামেরা নিয়ে পৌঁছানো কঠিন। সেসব স্থানে পৌঁছানোর জন্য নতুন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

নতুন ক্যামেরাটির ওজন ১৫ পাউন্ড এবং এটি যেকোনো ধরনের গাড়িতে রেখে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে গুগল এটি পরিবহনের জন্য বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে।

এই ক্যামেরা দিয়ে দুর্গম দ্বীপ, পাহাড়ের চূড়া, এমনকি শহরের সুরু হাঁটার পথের ছবি তোলা যাবে।

উল্লেখ্য, আজ পর্যন্ত গুগল তাদের স্ট্রিট ভিউয়ের ক্যামেরায় ১০০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ২২০ বিলিয়ন স্ট্রিট ভিউয়ের (রাস্তার দৃশ্যের) ছবি ধারণ করেছে।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *