পিকআপে মহিষ তুলে নিতে গিয়ে ধরা ৫ চোর

banglashangbad

কোরবানি ঈদের আগে চট্টগ্রামজুড়ে গরু চুরির হিড়িক পড়ে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে খোদ জেলা প্রশাসক ফরমান জারি করেছিলেন। কিন্তু কে জানত গরু নয় এবার চোরের টার্গেট মহিষ!

পটিয়ায় আস্ত এক মহিষ পিকআপে তুলে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন পাঁচজন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কেলিশহর এলাকা থেকে পেশাদার এই চোরের দলকে গ্রেফতার করেছে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন সময় গরু চুরির ঘটনা শুনেছি। কিন্তু এবারই প্রথম মহিষ চুরির ঘটনা ধরা পড়ল। চোরের দল পটিয়ার একটি গ্রাম থেকে মহিষটি পিকআপে তুলে লোহাগাড়ায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

ওসি জানান, গ্রেফতার সবাই পেশাদার চোর। বিভিন্ন গ্রাম থেকে গেরস্তের অসাবধানতার সুযোগে গরু-মহিষ চুরি করে বিক্রি করাই তাদের পেশা। গ্রামে খবর পাঠানো হয়েছে মহিষের মালিক খুঁজে পেতে। চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।