ধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে পেঁয়াজ নিয়ে রসিকতা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছেন তখন শুনেছি দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়স্তু তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং আসামের এনআরসি তালিকা। কিন্তু এখন দেখছি পেঁয়াজ হয়ে গেছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু। এমনকি প্রধানমন্ত্রী নিজে একটি ফরমাল অনুষ্ঠানে পেঁয়াজ নিয়ে রসিকতা করেছেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বেগম খালেদা জিয়ার মতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক দূরদর্শিতা নেই মন্তব্য করে আলাল বলেন, ‘বেগম খালেদা জিয়া সরকারে থাকা অবস্থায় রোহিঙ্গা সমস্যা যেভাবে মোকাবিলা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করতে ব্যর্থ হয়েছেন।’
তিনি বলেন, ‘প্যারিসে বোমা হামলা হয়েছে আর আমাদের বিনোদন বালক আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন এর সাথে বিএনপি জড়িত কি-না খতিয়ে দেখতে হবে।’
আলাল বলেন, ‘সব কিছুতে যদি এভাবে বিএনপিকে দেখতে পান, তবে আমার ভয় হয় কবে জানি বলে- আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় থাকার জন্য বিএনপি ও জিয়াউর রহমান দায়ী।’
আলাল আরো বলেন, ‘আজকে আমরা যার মুক্তির জন্য এখানে প্রতিবাদ সভা করছি সেই নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় আমাদেরকে সাথে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত করেছিলেন। এই খালেদা জিয়াই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অনুরোধে গোপালগঞ্জে হাসপাতাল করে দিয়েছিলেন। আর সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায়, কারণে অকারণে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে খাটো করে বক্তব্য দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপির মধ্যে যে রাজনৈতিক শিষ্টাচারবোধ আছে তা আওয়ামী লীগের মধ্যে নেই।’