শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি বাংলাবাজার পূজা মণ্ডপে ‘দুর্গতিনাশিনী’ প্রকাশনা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দুর্গতিনাশিনী’ গ্রন্থের প্রকাশনা উৎসব। শনিবার (৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ্রী বিদ্যুৎ কান্তি দাস। দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনপরিষদের উপদেষ্টা শিক্ষক গীতেশ চন্দ্র দাস, উপদেষ্টা অখিল চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, পরিষদের সাবেক সভাপতি সুবিনয়দাস, বর্তমান কমিটির সম্পাদক রিংকু লাল দাস, সহ সম্পাদক সিপু লাল দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাজসজ্জা সম্পাদক শিবশংকর দাস। প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পরিষদের সভাপতি রিপন দাস ও সহ–সম্পাদক ইন্দ্রজিত দাস।
বিগত একযুগ ধরে ঐতিহ্যবাহী বাংলাবাজার (হাকালুকি) এলাকার প্রতিভাবান তরুণদের উদ্যোগে প্রকাশিত হচ্ছে‘দুর্গতিনাশিনী’ প্রকাশনা। এ বছর ১৩তম সংখ্যাটি গ্রন্থ আকারে প্রথমবারের মতো প্রকাশিত হলো। নান্দনিক এ প্রকাশনাটির মুদ্রণ সহায়তায় ছিলো মাছরাঙা প্রকাশন।
বক্তারা প্রকাশনার ধারাবাহিক প্রকাশের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।