বৃত্তি পেলেন জবির ১১১৬ শিক্ষার্থী

banglashangbad

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রণোদনা হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১১১৬ শিক্ষার্থীকে মেধা ও অবৈতনিক বৃত্তি দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর উপাচার্যের সভাপতিত্বে শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদান সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আবেদনকৃত ১ হাজার ৫১২ শিক্ষার্থীর আবেদন যাচাই-বাছাইপূর্বক ১১১৬ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।

আরও জানানো হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এর স্নাতক পর্যায়ে ৩০৭ জনকে মেধাবৃত্তি এবং ৭১০ জনকে অবৈতনিক বৃত্তি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪০ জনকে মেধাবৃত্তি এবং ৬৯ জনকে অবৈতনিক বৃত্তি দেয়া হলো। এর ফলে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যায়নসহ বাৎসরিক ৪,৮০০/- হারে এক শিক্ষাবর্ষের জন্য বৃত্তি পাবেন। এছাড়াও মেধা ও অবৈতনিক বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী শুধুমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *