বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মনির হোসাইন। সারাদেশের সংগঠনটির সদস্যদের গোপন ভোটে ২০১৯-২০ সেশনের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন।
২১ সেপ্টেম্বর শনিবার রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সংগঠনটির দুই দিনব্যাপী সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের দুলু মিয়ার পুত্র।
এর আগে গতকাল ২০ সেপ্টেম্বর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সম্মেলনের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ইলিয়াছ আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল পাশ করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স করছেন।
তিনি মৌলভীবাজার জেলা সভাপতি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি, রাজশাহী ও রংপুর জোনাল তত্ত্বাবধায়ক এবং সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।