শান্তিকুঞ্জ সংগীতালয়ের পক্ষ থেকে ডিসি ফয়সল মাহমুদ’কে সংবর্ধনা

banglashangbad

ইমাম হযরত সৈয়দ জাহাঞ্জীর হুসাইনী (রঃ) শান্তিকুঞ্জ সংগীতালয়ের পক্ষ থেকে ডিসি ফয়সল মাহমুদ’কে সংবর্ধনা প্রদান করা হয়।

শান্তিকুঞ্জ সংগীতালয়ের ফকির মোঃ জাবেদ আলী এর সভাপতিত্বে সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান এর উপস্থাপনায় স্থানীয় কার্যালয়ে শনিবার রাত ৭ ঘটিকার সময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী জহর লাল দাস।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আব্দুল হাসেম সিনিয়র সহ সভাপতি শান্তীকুঞ্জ সংগীতালয়,হাজী আব্দুল কাদির সহ সভাপতি শান্তীকুঞ্জ সংগীতালয়,মোঃ ফয়সল সহ সাধারন সম্পাদক শান্তীকুঞ্জ সংগীতালয়,মোঃ বাদশাহ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক শান্তীকুঞ্জ সংগীতালয়,মোঃ নূর মোহাম্মদ আলী ভুঁইয়া অর্থ সম্পাদক সহ শান্তীকুঞ্জ সংগীতালয়,সাজ্জাদ মানিক খন্দকার দপ্তর সম্পাদক,ডঃ আহসান হাবিব নির্বাহি সদস্য শান্তীকুঞ্জ সংগীতালয় আরো উপস্থিত ছিলেন মুক্তার আলী,আব্দুল হান্নান মিয়া,মোঃ আবু তাহের,শ্রী প্রদীপ দাস,এমরান মিয়া,খলিল মিয়া,মাসুক মিয়া,শ্রী কালাচাঁন,আব্দুল হান্নান মিয়া,মোঃ আব্দুল মানিক, নুরু উদ্দিন,দুদু মিয়া,হানিফ খন্দকার,আব্দুর রকি সহ শান্তীকুঞ্জ সংগীতালয়ের সকল নতুন ও পুরাতন সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি হাতে ফুলের তুড়া তুলে দেন শান্তিকুঞ্জ সংগীতালয়ের দায়িত্বশীরা।