যুক্তরাষ্ট্রে বৃহৎ একটি ঈগলের থাবায় সরকারি কাজে ওড়ানো একটি ড্রোন বিধ্বস্ত হয়। ড্রোনটি মাত্র মিনিট ওড়ার পরই ঈগল থাবা বসিয়ে দেয়। ফলে ড্রোনটির আশ্রয় হয় লেক মিসিগানের তলদেশে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি ঈগল। ড্রোনটির নিয়ন্ত্রণকারী হান্টার কিং জানিয়েছেন, মিসিগানের পরিবেশ অধিদফতরের উদ্যোগে হৃদের তীরের ক্ষয় পর্যবেক্ষণের কাজে ড্রোনটি আকাশে পাঠিয়েছিলেন তিনি। হঠাৎ দেখতে পান ড্রোনটিকে লক্ষ করে উড়ে আসছে একটা পালকহীন ঈগল পাখি। কাছে এসেই হামলা চালায় পাখিটি। হামলার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোনটি নষ্ট হয়ে হ্রদের জলে পড়ে ডুবে যায় সেটি। ড্রোনটি যথেষ্ট দামি ছিল।
কিং জানিয়েছেন, আকাশে মাত্র মিনিট সাতেক উড়েছিল ওই ড্রোনটি। এরপরেই হামলা করে ঈগল। মাত্র সাড়ে তিন সেকেন্ডের মধ্যে শক্তিশালী পাখার ঝাপটায় সেটিকে ধ্বংস করে দেয় ঈগলটি। ঈগল কেন ড্রোনটির ওপর হামলা চালাল, সেটি বোঝা যায়নি। তবে এমন হতে পারে, পাখিটি ড্রোনটাকে খাবার ভেবেছিল কিংবা শত্রু মনে করেছিল।