আগামী ১১ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিস চলাকালীন দিবসসমূহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কন্সুলার সেবাসমূহ গ্রহণের জন্য সশরীরে আগত সেবাপ্রার্থীগণকে নিম্নরূপভাবে সেবা প্রদান করা হবে।
এনভিআর (নো ভিসা রিকোইয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ)
আবেদন গ্রহণ: সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত
ডেলিভারি (৩ কার্যদিবস পরে): বেলা ২টা হতে ৩টা পর্যন্ত; অথবা ডাকযোগে (যারা প্রাপক হিসেবে নিজ ঠিকানা সম্বলিত প্রিপেইড ফেরত খাম প্রদান করবেন)
ভিসা, ট্রাভেল পারমিট, দ্বৈত নাগরিকত্ব
আবেদন গ্রহণ: সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত
ডেলিভারি (পিক-আপের জন্য প্রস্তুত হলে): বেলা ২টা হতে ৩টা পর্যন্ত; অথবা ডাকযোগে (যারা প্রাপক হিসেবে নিজ ঠিকানা সম্বলিত প্রিপেইড ফেরত খাম প্রদান করবেন)
ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক এনরোলমেন্ট
অনলাইনে আবেদন দাখিলের পর ইমেইলে (pvwing.washdc@gmail.com) অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে (www.epassport.gov.bd-তে পুনরায় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু না হওয়া পর্যন্ত)।
পাওয়ার অব অ্যাটর্নি, ডকুমেন্ট সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ, জীবিত রয়েছে মর্মে সনদ, J-1 ভিসা ওয়েভারের জন্য অনাপত্তি, রেসিডেন্সি পরিবর্তন
আবেদন গ্রহণ: সকাল ১০:৩০টা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত
ডেলিভারি (পিক-আপের জন্য প্রস্তুত হলে): বেলা ২টা হতে ৩টা পর্যন্ত; অথবা ডাকযোগে (যারা প্রাপক হিসেবে নিজ ঠিকানা সম্বলিত প্রিপেইড ফেরত খাম প্রদান করবেন)
মৃতদেহ দেশে ফেরত পাঠানোর সনদ
অফিস চলাকালীন যেকোনো সময়ে; অথবা জরুরি প্রয়োজনে ২০২৭৪০৬৩০৫ মোবাইল নম্বরে যোগাযোগ করে।
উল্লেখ্য, ডাকযোগে সেবা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।