দশক সেরা ক্রিকেটার করতে সাকিবকে ভোট দিন


২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পারফরম্যান্স বিচার করে প্রাথমিক একটি তালিকা করেছে ক্রিকইনফো। যেখানে ১৬জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে।

রাউন্ড ভিত্তিক এই ভোটিং পদ্ধতিতে হেড টু হেড বিবেচনায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে। যেখানে সাকিবের সঙ্গে রাখা হয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪১৫০৫ ভোটের মধ্যে সাকিব ৬৫ শতাংশ ভোট পেয়ে রোহিত (৩৫ শতাংশ) থেকে বেশ এগিয়ে রয়েছেন।

এখানে ক্লিক করে সাকিবকে ভোট দিন…

প্রথম রাউন্ডের ভোট দেওয়ার শেষ সময় ২০২০ সালের ১ জানুয়ারি জিএমটি সময় সকাল ৭টা।

১৬ জনের এই তালিকায় প্রথম রাউন্ডে অন্যদের মধ্যে লড়বেন যথাক্রম, রঙ্গনা হেরাথ-বিরাট কোহলি, বেন স্টোকস-ক্রিস গেইল, স্টিভেন স্মিথ-সুনিল নারাইন, কেন উইলিয়ামসন-লাসিথ মালিঙ্গা, এবি ডি ভিলিয়ার্স-রশিদ খান, ডেল স্টেইন-রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন-মহেন্দ্র সিং ধোনি।

এদিকে গত এক দশকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন। যেখানে ৮ হাজার ৮৬১ রানের পাশাপাশি ৪১৮টি উইকেট নিয়েছেন।

এর আগে সাকিব উইজডেনের ও ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *