পুলিশ ও এলাকাবাসীর ধারণা, খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো কেউ চুরি করেছিল। পরিস্থিতি অনুকুলে না থাকায় তা আত্মসাৎ করতে পারেনি
বগুড়ার সারিয়াকান্দির রৌহাদহ টিটুর মোড় এলাকায় যমুনা নদীর তীর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।পুলিশ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পরিত্যক্ত চালের বস্তাগুলো জব্দ করে চন্দনবাইশা তদন্ত কেন্দ্র পুলিশ। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কামালপুর ইউনিয়নের রৌহাদহ টিটুর মোড় এলাকায় যমুনা নদীর তীরে ৯ বস্তা (৪৫০ কেজি) চাল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শাকিব। বস্তাগুলো দেখতে পেয়ে তিনি থানায় খবর দেন। পরে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুল বারিক চালের বস্তাগুলো জব্দ করেন।পুলিশ ও এলাকাবাসীর ধারণা, খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো কেউ চুরি করেছিল। পরিস্থিতি অনুকুলে না থাকায় তা আত্মসাৎ করতে পারেনি। বাধ্য হয়ে চালগুলো নদীর তীরে ফেলে গেছে।
এএসআই আবদুল বারিক জানান, বিকাল পর্যন্ত জব্দ চালের মালিকের সন্ধান পাওয়া যায়নি।