পরিবহন ধর্মঘটে মৌলভীবাজারে দুর্ভোগে যাত্রী ও শিক্ষার্থীরা


সাকের আহমদ ::  মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ধর্মঘটে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও কর্মজীবি সাধারণ মানুষ। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ।

সোমবার সকালে সরজেমিনে দেখা যায়, ধর্মঘটে মৌলভীবাজার জেলার সাথে সবকটি উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চাঁদনীঘাট, কুসুমবাগ, শমসেরনগর সড়ক ও ঢাকা-সিলেট বাসস্ট্যান্ডে সিএনজি, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘পরীক্ষা চলছে কিন্তু ধর্মঘটের কারণে ভোর থেকে বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু এখনও কোন গাড়ি পাইনি। অনিশ্চিয়তায় আছি পরীক্ষা দিতে পারব কি না?’

গত ২৩ মার্চ বিকেলে ঢাকা-সিলেট রোডের মৌলভীবাজারের শেরপুর এলাকায় সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক জুয়েল, হেলপার মাসুককে আটক করে। তাদেও বিরুদ্ধে মামলা দায়ের করে সিকৃবি কর্তৃপক্ষ।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দরা জানান, মামলার এজাহারে ৩০২ ধারা যুক্ত করা নিয়ে তাদের আপত্তি, ৩০২ এর পরিবর্তে ৩০৪ যুক্ত করার দাবী তাদের। এই ধারা বাতিল, পুলিশী হয়রানি বন্ধসহ ৭ দাবিতে ধর্মঘট পালন করছেন।