ফাইজার এবং বায়োএনটেক সোমবার (২০ সেপ্টেম্বর) বলেছে যে তারা তাদের কোভিড-১৯ টিকার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে শেষ পর্যায়ে ট্রায়ালে কার্যকারিতা পেয়েছে। তাছাড়া শিশুদের জন্য তাদের এই টিকা নিরাপদ বলে তারা জানিয়েছ।
ফাইজারের এই ট্রায়ালের ফলাফলের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুদের জন্য ভ্যাকসিন প্রদান করার অনুমোদনের পদক্ষেপ আরো এক ধাপ এগিয়ে গেল।
ফাইজার তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, যেসব শিশু ২/৩ ধাপে টিকার অল্প-ডোজ শট পেয়েছে তাদের দেহে দুটি সাধারণ ডোজ নেওয়া প্রাপ্ত বয়স্কদের মত ভাইরাস-প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ প্রতিরোধে ফাইজারের টিকা ইতোমধ্যেই ১২ বা তার বেশি বয়সের প্রত্যেকের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।