ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে হারিকেন হেনরি, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি


যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হেনরি।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে হারিকেন হেনরি। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল। এছাড়া ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

হারিকেনের ক্ষয়ক্ষতি এড়াতে নিউইয়র্কসহ উপকূলীয় অঙ্গরাজ্যেগুলোতে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অংশগুলোতে হারিকেনের আঘাতের ঘটনা বিরল। এর আগে ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সর্বশেষ বব নামে হারিকেনের আঘাতে ১৭ জন নিহত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *