যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) ওমিক্রন ধরনের বিরুদ্ধে টিকার বুস্টার ডোজের কার্যকারিতা সম্পর্কে জানায় যে, যাদের টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের হার সবচেয়ে বেশি।
সংস্থাটি আরো জানায়, টিকার বুস্টার ডোজ নেওয়া প্রাপ্তবয়স্কদের তুলনায় টিকা না দেওয়া প্রাপ্তবয়স্কদের সংক্রমণের ঝুঁকি ৫ গুণ বেশি।
সিডিসির পরিচালক ডঃ রোচেল ওয়ালেনস্কি বলেন, এটি এখন স্পষ্ট যে টিকার বুস্টার ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, সিডিসি ইতিমধ্যে তিনটি নতুন গবেষণার ফলাফল প্রকাশ করেছে। যা থেকে জানা যায় যে, বুস্টার ওমিক্রনের বিরুদ্ধে মানবদেহে সুরক্ষা বলয় গড়ে তুলতে সহায়ক।
আরো পড়ুন:
টিকা না নেওয়াদের ক্ষেত্রে ওমিক্রন বেশি বিপজ্জনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিট অর্ডারের ওয়েবসাইটের যাত্রা শুরু