যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণ বৃদ্ধির লক্ষণ স্পষ্ট হচ্ছে। গত সাত দিনে আমেরিকায় গড় দৈনিক সংক্রমণ ছিল ৯৫ হাজার।
এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্লোরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজ়িয়ানা, আলাবামা, মিসিসিপি। ফ্লোরিডায় বাচ্চাদের মধ্যে করোনার সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে।
গত বুধবার একদিনে এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে। ছয় মাসে প্রথম এই সংখ্যক দৈনিক সংক্রমণে ফের শঙ্কিত আমেরিকার প্রশাসন। এ কারণে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া হয়ে গেলে আর মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে তারা।
আমেরিকার শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি বলেন, “দৈনিক সংক্রমণ ২ লাখও ছুতে পারে। সংক্রমণের গতিপ্রকৃতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। তার কথায়, ‘যারা এখনও ভ্যাকসিন পাননি, তাদের মনে হচ্ছে, তারাই আক্রান্ত হচ্ছেন। এমন কিন্তু নয়। সকলেই আক্রান্ত হচ্ছেন।“
যুক্তরাষ্ট্রে আবারও করোনার থাবা, দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়াতে পারে
