রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন নির্বাচিত


পঞ্চম ধাপে মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দোয়াতকলম প্রতীকের ডা. জহির উদ্দিন আহম্মেদ বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।

তিনি মোট ৩৬টি কেন্দ্র থেকে ১১ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৬৭ ভোট।

এতে ১৯ ভোটের ব্যবধানে জহির উদ্দিন নির্বাচিত হন। এছাড়া আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা আরিফ বিন ইসলাম ১১ হাজার ২৩৪ ভোট পেয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে খালিদ বিন ওয়ালিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাতোয়ারা লিপি নির্বাচিত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *