মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
সোভিয়েত যুগ থেকে রাশিয়া এবং ইউক্রেনে এটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং দুটি দেশেই এটি সরকারি ছুটির দিন। এই দিবসকে ঘিরে দেশ দুটিতে উৎসব বিরাজ করে। এই দিনে নারীদের ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তবে এবছর চলমান যুদ্ধের কারণে দিবসটি অনেকটা সাদামাটাভাবে পালিত হয়েছে।
এসোসিয়েটেড প্রেস (এপি) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে যুদ্ধ এবং রাশিয়ায় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এ বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।