রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক-৫’ নিতে আগ্রহী ভারত


বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটি কভিড-১৯ রোগের এই টিকার নাম রেখেছে ‘স্পুটনিক-৫’। পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে সেপ্টেম্বরে৷ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে ভ্যাকসিনের চাহিদা পেয়েছে রাশিয়া। সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতও।

রাশিয়ায় তৈরি করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ দেখিয়েছে ভারত, এমনই দাবি রাশিয়ার৷ বিশ্বের মোট ২০টি দেশ তাদের থেকে করোনার টিকা নিতে আবেদন জানিয়েছে৷ যার মধ্যে ভারতও রয়েছে বলে জানিয়েছে রাশিয়া৷

রাশিয়ান ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ জানিয়েছেন, এরই মধ্যেই বিশ্বের ২০টি দেশ রাশিয়ার কাছ থেকে মোট ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের আবেদন করেছে৷ ভারতও সেই তালিকায় রয়েছে৷’

মাত্র দুই মাসেরও কম সময়ে মানব শরীরে পরীক্ষার পরেই করোনার প্রথম ভ্যাকসিনের ঘোষণা করেন পুতিন৷ তিনি জানান, স্পুটনিক-৫ ভ্যাকসিন সব প্রয়োজনীয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে৷ যদিও ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা৷

তবে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, রুশ স্বাস্থ্যমন্ত্রণালয় এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের মেয়ের শরীরেই। যদিও এর ক্লিনিক্যাল ট্রায়েলের তৃতীয় তথা শেষ ধাপ সম্পন্ন করা হয়নি। অনুমোদনের একদিন পর আজ শুরু হয়েছে শেষ ধাপের ট্রায়াল, যা কমপক্ষে ২ হাজার জনের ওপর পরীক্ষা হবে৷ পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *