রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার (২৪ ডিসেম্বর) একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বলেছেন, ২০২২ সালে তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের কাছাকাছি থাকতে পারে এবং প্রায় ১০ শতাংশ ওঠানামার সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নোভাক আরো বলেন, দাম নির্ধারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি এবং তেলের বর্তমান চাহিদা অবদান রাখে।
উল্লেখ্য, ২০২১ সালের শুরু থেকে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ৫১ ডলার থেকে এখন পর্যন্ত প্রায় ৭৩ ডলার হয়েছে।