যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার দাবি করেছে, তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রস্তুতকৃত ওষুধ (পিল) প্রায় ৯০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে এবং এটি দ্রুত-প্রসারিত নতুন ওমিক্রন ধরনের বিরুদ্ধে কার্যকারিতা বজায় রাখবে। .
তাছাড়া ঔষধটির করোনাভাইরাস আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু রোধে প্রায় ৯০ শতাংশ কার্যকারিতা ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। .
যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজার বলছে যে তারা ২০২২ সালে কমপক্ষে ৮০ মিলিয়ন করোনাভাইরাসের ওষুধ (কোভিড পিল) তৈরি করার পরিকল্পনা করেছে।