যুক্তরাষ্ট্রে বিনামূল্যে বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিট অর্ডার করার জন্য ফেডারেল সরকারের নতুন ওয়েবসাইট যাত্রা শুরু করেছে এবং এখন থেকে এটি অর্ডার গ্রহণ করছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, সাইটটি গতকাল (১৮ জানুয়ারি) বিটা পরীক্ষার অংশ হিসেবে চালু করা হলেও, আজ (১৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।
অনেকের জন্য বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিট সংগ্রহ করা দুঃসাধ্য কাজ হলেও ওয়েবসাইট চালু করার কারণে একটু সহজ হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। তাছাড়া, তারা মনে করছেন বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিটের ব্যবস্থা করায় সংক্রমণের বিস্তার রোধে সহায়তা করবে।
বিনামূল্যে বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিট অর্ডার করতে COVIDtests.gov ওয়েবসাইটে যান।
প্রতিটি বাড়িতে চারটি পরীক্ষার কিট অর্ডার করতে পারবে, যা ডাক যোগে সরাসরি পরিবারের কাছে পাঠানো হবে। অর্ডার করার সময় কোনো শিপিং খরচ বা ক্রেডিট কার্ড নম্বর লিখতে হবে না।
হোয়াইট হাউসের ফ্যাক্ট শীট অনুসারে জানা যায়, পরীক্ষার ফলাফল অর্ডার দেওয়ার ৭ থেকে ১২ দিনের মধ্যে পাঠানো হবে। বিস্তারিত ওয়েব সাইট থেকে জেনে নেয়ার জন্য বলা হয়েছে।
আরো পড়ুন
“মিশিগানে বিনামূল্যে বাড়িতে কোভিড-১৯ পরীক্ষার কিট দেওয়া হচ্ছে”