টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইংল্যান্ডের ডারহামের চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

ছয় ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে লঙ্কানরা। যার মধ্যে দুটি জয়, দুটি হার ও দুটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে লিগ পর্বের অবশিষ্ট তিন ম্যাচে শ্রীলঙ্কাকে জিততেই হবে।

যদিও কাজটি খুব কঠিন লঙ্কানদের জন্য। কারণ আজ দক্ষিণ আফ্রিকা এবং পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে খেলবে তারা। সেক্ষেত্রে তিনটি ম্যাচই বড় প্রতিপক্ষের সামনে পড়ছে শ্রীলঙ্কা। তিন ম্যাচেই জয়টা অসম্ভব না হলেও কঠিন হবে মালিঙ্গা-ম্যাথুসদের।

অন্যদিকে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের। এখন আর তাদের হারানোর কিছু নেই। শেষ দিকে কিছু সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে মুখিয়ে থাকবে ডি কক-রাবাদারা। লঙ্কানদের বিরুদ্ধে তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে ফাফ ডু প্লেসিসের দল।