আমেরিকার বিভিন্ন শহর থেকে বাংলাদেশি অভিবাসী স্থানান্তরের ক্ষেত্রে নিউইয়র্ক অংগরাজ্যের শহর “বাফেলো” বেশ জনপ্রিয়। নতুন আশা ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলার প্রত্যয়ে প্রায় প্রতিদিনই এই শহরে স্থানান্তরিত হচ্ছে নতুন নতুন বাংলাদেশি অভিবাসী।
শীতপ্রধান শহর বাফেলো বছরের বেশিরভাগ সময় শীত আর তুষারপাতে ঢেকে থাকার পর গ্রীষ্মকাল আসতেই শহরের বাংলাদেশি বাসিন্দারা বনভোজন, বারবিকিউ পার্টি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন সংগঠনের তত্ত্বাবধানে এসব অনুষ্টান আয়োজিত হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে তাই গঠিত হচ্ছে নতুন নতুন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন।
মন না চাইলেও শীত আসিআসি করছে। এরই মধ্যে সংগঠিত হয়েছে বিভিন্ন সংগঠনের তত্ত্বাবধানে বার্ষিক বনভোজন,ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন অনুষ্টান। তেমনিভাবে গত ২২ শে সেপ্টেম্বর, রোজ রবিবার চিক্তাওয়াগার টাউন পার্কে সংগঠিত হয়েছে বড়লেখা পঞ্চায়েত ইউনিটি, বাফেলো, নিউইয়র্ক এর বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদস্যদের নিয়ে সংগঠিত হয়েছে এ আঞ্চলিক সংগঠন। প্রায় ৩৯ টি পরিবার নিয়ে এ সংগঠন সংগঠিত হয়েছে। সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন দৃঢ করা, একে অন্যের বিপদে আপদে এগিয়ে আসা ও নতুন আগমন করা সদস্যদের সাহায্য সহযোগিতা করার প্রত্যয় নিয়ে এ সংগঠন সংগঠিত হয়েছে।
বড়লেখা পঞ্চায়েত ইউনিটি, বাফেলো, নিউইয়র্ক আয়োজিত এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলমোর ডিস্ট্রিক্টের কমন কাউন্সিল পদপ্রার্থী মিচ নোয়াকওয়াস্কি, জাহানগীর আলম ও লাভজয় ডিস্ট্রিক্ট্রে পদপ্রার্থী ব্রায়ান বলম্যান।
প্রথমে কোরআন তেলাওয়াত, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে বেলা এগারোটার দিকে অনুষ্টানের শুভ সূচনা করা হয়। উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা পরে বক্তব্য রাখেন।
নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ও মনোরম পরিবেশে সংগঠনের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। ছোট বাচ্চা, মহিলা, পুরুষ, বয়স্ক সবার জন্য ছিল নানাধরনের খেলাধুলার ব্যবস্থা। খেলাধুলায় ছিল টান টান উত্তেজনা। ভলিবল ও ফুটবল খেলার মাধ্যমে অনেকের মধ্যে ছিল আবার কৈশরে ফিরে যাওয়ার সুযোগ। সদস্যরা দিনব্যাপী আড্ডা ও কোলাহলে মেতে থাকেন। বড়লেখা উপজেলার স্মৃতিচারণ উঠে আসে চিক্তাওয়াগার টাউন পার্কে।
দুপুরের খাবারের পর শেষ বিকালে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে লটারীর মাধ্যমে অনুষ্টানে উপস্থিত ২৯ টি পরিবারের মধ্যে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়, যাতে সংগঠনের বিভিন্ন সদস্যরা পুরস্কার প্রদান করে সাহায্য করেন। এছাড়া ও বাইফ্রেশ হালাল ফুড, জাহিদ আহমদ( ওয়েলকেয়ার), এমডি করিম (ওয়েলকেয়ার), মিজানুর রহমান(ওয়েলকেয়ার), জাহানগীর আলম, BBIS, মদিনা ফার্মেসি, নূর উদ্দিন প্রমুখ সংগঠনের এ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করে সাহায্য সহযোগিতা করেন।
পরিশেষে, নতুন সংগঠন হিসাবে অনুষ্টান আয়োজনে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং আগামি দিনেও একই ভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।