“মোস্তফা কামাল রাজের নির্দেশনায় আমার পরবর্তী মিউজিক ভিডিও প্রকাশ পাবে” বাংলা সংবাদের সাথে আলাপচারিতায় জানালেন শিল্পী শোভন আনোয়ার

banglashangbad

প্রবাসী শিল্পী শোভন আনোয়ার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। বাংলাদেশের মূলধারার সঙ্গীতাঙ্গনেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। একসাথে তিনটি মিউজিক ভিডিও নিয়ে এবছরেই শ্রোতা দর্শকদের বিমোহিত করতে আসছেন শোভন। নতুন এই মিউজিক ভিডিওগুলো ছাড়াও আরো নানা প্রসঙ্গে শোভন কথা বলেছেন বাংলা সংবাদের সাথে। সাক্ষাৎকারের চুম্বুক অংশগুলো পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:
“ফিরে এসো” গানটির পর প্রায় এক বছরের একটি বিরতি নিলেন, কেন?
আসলে এটাকে বলা যেতে পারে নতুন ভাবে নিজেকে আবিষ্কারের চেষ্টা। আমার প্রথম গান ছিল “যাবে কে হেঁটে একসাথে” যেটা আমেরিকাতে চিত্রায়ন করা হয়েছিল। এর পর ২০১৮ সালের পহেলা বৈশাকে মুক্তি দেয়া হয় “ফিরে এসো” গানটি। আমার এই দুটো মৌলিক গানগুলো ছিল সফ্ট মেলোডিয়াস ঘরানার। আমি চাচ্ছিলাম আইটেম গানের জন্য নিজেকে তৈরী করতে এবং একারণেই বলতে পারেন এই এক বছরের বিরতি। সুর নিয়ে, নিজের গায়কী নিয়ে এই সময়টাতে ব্যাপক গবেষণা করেছি যাতে শ্রোতা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি।
হঠাৎ করে তিনটি গান নিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন, বিষয়টা একটু চ্যালেঞ্জিং নয় কি? 
অবশ্যই চ্যালেঞ্জিং তবে আমি মনে করি আমার ভক্ত এবং শ্রোতারা সানন্দেই গানগুলো গ্রহণ করবেন। দীর্ঘ বিরতির পর আমি মনে করি এই গানগুলো শ্রোতাদের জন্য নির্মল বিনোদন নিয়ে আসবে কারণ তিনটি গানই গতানুগতিক গানগুলোর চেয়ে আলাদা ভাবে করা হয়েছে। গানগুলোর মিউজিক ভিডিওতেও থাকছে চমক। এই গানগুলোর মাঝে রয়েছে সিনথিয়া খানের সাথে করা আমার একটি ডুয়েট। “হারিয়েছে মন’ নামের এই গানটি আইটেম গানের আলোকে করা হয়েছে। তাছাড়া “এই কি প্রেম” নামের গানটিতেও কিছু নতুনত্ব থাকবে। এবং প্রথমবারের মতো আমার কণ্ঠে শ্রোতারা শুনতে পারবেন একটি হিন্দি গান। “তেরে সাথ হু” নামের এই মৌলিক গানটিতে ভিডিও নির্দেশনায় থাকবেন নন্দিত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।  রাজ ভাইয়ের নির্দেশনায় এইটাই হতে যাচ্ছে প্রথম কোনো হিন্দি গান। আমেরিকার দৃষ্টিনন্দন কিছু লোকেশনে গানটির চিত্রায়ন করতে রাজ ভাই শিগগিরই আমেরিকা আসবেন। সুতরাং এই তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী।
আপনার প্রথম গান জি সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছিলো। দ্বিতীয় গানটির ক্ষেত্রে আপনি পাশে পেয়েছিলেন বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভিকে। বড় ব্যানারে কাজের ক্ষেত্রে সুবিধা হলো গানগুলো অনেক বেশি শ্রোতাদের কাছে পৌছিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখে। এবারেও কি বড় ব্যানারেই গানগুলো প্রকাশ পাবে? 
হিন্দি গান যেটা রাজ ভাই নির্দেশনা দিবেন, সেটা সিনেমাওলার ব্যানারে প্রকাশ পাবে। রাজ ভাই এবং সিনেমাওলা ইউটুব চ্যানেলটি এখন দেশের খুব বড় প্লাটফর্ম বলেই আমি মনে করি। সেই জন্য আমি অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি শুরু থেকেই দেশ সেরা প্রোডাকশন হাউস এবং নির্মাতাদের সহায়তা পেয়েছি এবং পাচ্ছি। ভবিষ্যতেও এভাবেই বড় বড় ব্যানারের সাথেই নিজের নাম যুক্ত করতে চাই।