হাভাল দেশব্যাপী সার্ভিস ক্যাম্পেইন

banglashangbad

সম্প্রতি হাভাল ও গ্রেট ওয়াল মোটরস বাংলাদেশের একমাত্র পরিবেশক এইস অটোস (প্রাঃ) লিঃ (যারা বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় থ্রীএস অটোমোবাইল ওয়ার্কসপ হিসেবে সেবা দিয়ে আসছে) তাদের দেশব্যাপী সেবা সপ্তাহ শুরু করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিক (অবঃ), অধ্যক্ষ, স্কলার্স হোম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নির্মল চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সিলেট, জনাব এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট সিলেট স্টেশন ক্লাব এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এইস অটোসের চেয়ারপার্সন, অধ্যাপক হাজেরা নজরুল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাভাল ও গ্রেট ওয়াল মোটরস এর দেশব্যাপী সেবা সপ্তাহ ক্যাম্পেইন ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০১৯ ইং পর্যন্ত চলবে। গ্রেট ওয়াল মোটরস সদর দফতর চীন থেকে আগত ইঞ্জিনিযারদের সাথে স্থানীয় দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা এই ক্যাম্পেইন পরিচালনা করবেন। সকল হাভাল এবং গ্রেট ওয়াল মোটরস গাড়ির মালিকরা তাদের গাড়ি এই ক্যাম্পেইনে বিনামূল্যে সার্ভিস করাতে পারবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সম্মানিত গ্রাহকরা যানবাহন সঠিক ভাবে রক্ষণাবেক্ষণের কৌশল এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

হাভাল প্রিমিয়াম এসইউভি প্রস্তুতকারক এবং এটি বিশ্বের বৃহত্তম বাজারের ১ নম্বর এসইউভি ব্র্যান্ড কারন হাভালে-দামে সাশ্রয়ী, বিলাসবহুল এবং দুর্দান্ত নির্মাণ মান সম্পন্ন (বিলড কোয়ালিটি)। গ্রেট ওয়াল মোটর অন্যতম বৃহৎ চীনা অটোমোবাইল প্রস্তুতকারক যে পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং ড্রাইভিং অভিজ্ঞতার দিক দিয়ে বিশ্ব গাড়ি শিল্পের মানদণ্ড হিসাবে কাজ করে এমন গাড়ি সরবরাহ করছে। হাভাল দেশব্যাপী সার্ভিস ক্যাম্পেইন সম্প্রতি হাভাল ও গ্রেট ওয়াল মোটরস বাংলাদেশের একমাত্র পরিবেশক এইস অটোস (প্রাঃ) লিঃ (যারা বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় থ্রীএস অটোমোবাইল ওয়ার্কসপ হিসেবে সেবা দিয়ে আসছে) তাদের দেশব্যাপী সেবা সপ্তাহ শুরু করেছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিক (অবঃ), অধ্যক্ষ, স্কলার্স হোম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নির্মল চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সিলেট, জনাব এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট সিলেট স্টেশন ক্লাব এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এইস অটোসের চেয়ারপার্সন, অধ্যাপক হাজেরা নজরুল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাভাল ও গ্রেট ওয়াল মোটরস এর দেশব্যাপী সেবা সপ্তাহ ক্যাম্পেইন ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০১৯ ইং পর্যন্ত চলবে। গ্রেট ওয়াল মোটরস সদর দফতর চীন থেকে আগত ইঞ্জিনিযারদের সাথে স্থানীয় দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা এই ক্যাম্পেইন পরিচালনা করবেন। সকল হাভাল এবং গ্রেট ওয়াল মোটরস গাড়ির মালিকরা তাদের গাড়ি এই ক্যাম্পেইনে বিনামূল্যে সার্ভিস করাতে পারবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সম্মানিত গ্রাহকরা যানবাহন সঠিক ভাবে রক্ষণাবেক্ষণের কৌশল এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। হাভাল প্রিমিয়াম এসইউভি প্রস্তুতকারক এবং এটি বিশ্বের বৃহত্তম বাজারের ১ নম্বর এসইউভি ব্র্যান্ড কারন হাভালে-দামে সাশ্রয়ী, বিলাসবহুল এবং দুর্দান্ত নির্মাণ মান সম্পন্ন (বিলড কোয়ালিটি)। গ্রেট ওয়াল মোটর অন্যতম বৃহৎ চীনা অটোমোবাইল প্রস্তুতকারক যে পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং ড্রাইভিং অভিজ্ঞতার দিক দিয়ে বিশ্ব গাড়ি শিল্পের মানদণ্ড হিসাবে কাজ করে এমন গাড়ি সরবরাহ করছে।